নাটোর আধুনিক সদর হাসপাতালের পিছনের একটি গলি থেকে একটি বিদেশী পিস্তল ও একটি প্লাস্টিকের রিভলবার এবং গুলিবিহীন একটি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ।
বুধবার(১ নভেম্বর) সন্ধ্যায় নাটোর আধুনিক সদর হাসপাতালে পেছনের গলি থেকে পরিত্যাক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
নাটোর নিচাবাজার পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ কর্মকর্তা সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সন্ধ্যা ৭টার দিকে নাটোর আধুনিক সদর হাসপাতালের পেছনে পশ্চিম কান্দিভিটা বস্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে দেওয়াল টপকে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ তাদের ফেলে যাওয়া ব্যাগের ভেতর থেকে একটি বিদেশী একটি বিদেশী পিস্তল, একটি প্লাস্টিক রিভলবার এবং একটি গুলিবিহীন ম্যাগজিন উদ্ধার করেন। অস্ত্রগুলো কে বা কারা কি উদ্দেশ্যে নিয়ে এসেছিল তা বের করতে পুলিশ কাজ শুরু করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।